Description
অন্তর্ভুক্তিমূলক শিক্ষা (Inclusive Education) হল এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সকল ধরনের শিক্ষার্থী—চাই সে শারীরিক বা মানসিকভাবে অক্ষম, সামাজিকভাবে পিছিয়ে পড়া, বা কোনোভাবে সুবিধাবঞ্চিত—একই শ্রেণিকক্ষে একসঙ্গে শিক্ষা লাভের সুযোগ পায়।
অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল বৈশিষ্ট্য:
-
সমান সুযোগ: সকল শিক্ষার্থীকে সমানভাবে শেখার সুযোগ দেওয়া হয়।
-
বৈচিত্র্যের স্বীকৃতি: শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যকে শ্রদ্ধা করা হয়।
-
সহযোগিতামূলক পরিবেশ: শিক্ষক, অভিভাবক ও সমাজের সক্রিয় অংশগ্রহণ থাকে।
-
প্রত্যেকের প্রয়োজন অনুসারে শিক্ষাদান: যেমন বিশেষ সহায়ক উপকরণ, সহকারী শিক্ষক, ব্রেইল পদ্ধতি ইত্যাদি ব্যবহার করা হয়।
উদ্দেশ্য:
-
সকল শিশুর মধ্যে শিক্ষা গ্রহণের অধিকার নিশ্চিত করা।
-
বৈষম্য দূর করে একবদ্ধ সমাজ গড়ে তোলা।
-
প্রতিবন্ধকতা ও বাধা দূর করে শিশুদের বিকাশের সুযোগ সৃষ্টি করা।









Guidance and Counselling in Education_SLST_EDUCATION_MCQ
রবীন্দ্রনাথ ঠাকুর_Rabindranath Thakur_SLST EDUCATION_Notes
NET SET EDUCATION_MOCK TEST PAPER_1
Different Types of Tests__EDUCATION_MCQ_SLST
Reviews
There are no reviews yet.